News:

অধ্যক্ষের কথা

'আলোকিত মানুষ আলোকিত দেশ' এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলছে শহীদ তিতুমীর একাডেমি শিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে 'আলোকিত মানুষ' গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ তিতুমীর একাডেমি।

খেলার মাঠ, প্রশস্ত শ্রেণিকক্ষ, যুগোপযোগী ও বিজ্ঞান সম্মত পাঠ্যসূচি, একদল দক্ষ ও উদ্যমী শিক্ষকসহ মানসম্মত স্কুলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ স্বতঃ প্রণোদিত হয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও অভিমত পেশ করে স্কুলের সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধ পরিকর।

ঢাকা আরিচা রোডের দক্ষিণপাশে অবস্থিত শহীদ তিতুমীর একাডেমি। মানিকগঞ্জ এলাকায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনের কাছে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবাণীতে এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অভিভাবকসহ সকলের সহযোগিতায় শহীদ তিতুমীর একাডেমি একদিন বিশ্বমানের আদর্শ শিক্ষায়তন হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবে ইনশাআল্লাহ্।

আল্লাহ্ আমাদের সহায় হউন।

মুহাম্মদ জাকিরুল ইসলাম খান 

অধ্যক্ষ

শহীদ তিতুমীর একাডেমী মানিকগঞ্জ